রাজ্যে নতুন ক্লার্ক পদে নিয়োগ বেতন ১২,000/- হাজার টাকা, UDC Job Requitment 2023


 


রাজ্যে নতুন ক্লার্ক পদে নিয়োগ বেতন ১২,000/- হাজার টাকা, UDC Job Requitment 2023

 

UDC Job Requitment 2023 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের আরেকটি জেলায় নতুন করে আবারও ক্লার্ক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে আবার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য আজকেরই  ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। UDC Job Requitment 2023

 

 আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা  কি  কি লাগবে।  বয়সের সময়সীমা কি কি চাওয়া হয়েছে।এবং এই পদে চাকরি হলে আপনাদের কত কি বেতন দেয়া হবে। এবং আবেদন পদ্ধতি কি কি রয়েছে অনলাইন নাকি অফলাইন।সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে তো অতি অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন 

 

 

পদের নামএখানে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

 

বয়স - আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ৬৪ বছরের মধ্যে হতে হবে তাহলেই আপনারা আপার ডিভিশন ক্লার্ক পেতে আবেদন করতে পারবেন ।

 

বেতন- চাকরিপ্রার্থীদের যদি এই পথে চাকরি হয় তাহলে তাদের মাসিক 12000 টাকা করে বেতন দেয়া হবে।

 

যোগ্যতা - আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই এক বছরের কম্পিউটার  কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

 

আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে যা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে এবং এর আবেদন ফরমটি নিচে লিঙ্ক দেয়া হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন 

 

আবেদনের লাস্ট ডেট - আবেদনর লাস্ট ডেট ১৮ ডিসেম্বর ২০২৩    এর মধ্যেই আপনাদের আবেদন করতে হবে।

 

 

Official website - Click Here

Notification - Download Now


Post a Comment

Previous Post Next Post