বাংলার চাকরিপ্রার্থীদের
জন্য আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অষ্টম শ্রেণী ও
মাধ্যমিক পাশ যোগ্যতায় 23,417 জন শূন্য পদে অঙ্গওয়ারী
কর্মী ও অঙ্গনওয়ারী সহায়িকা পদে নিয়োগ করা হবে। তাই যে সকল আগ্রহী
চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায়
বসে ছিলেন অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার
সকল নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। আজকে আমাদের প্রতিবেদনে
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই
আপনি পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা হোন না কেন, এই
আবেদন প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত
দেখুন। আমাদের প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য যথা আবেদন
পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স,
বেতন, আবেদনের শেষ তারিখ প্রভৃতি নিম্নে
আলোচনা করা হলো।অতি অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথমথেকে শেষ পর্যন্ত দেখবেন
✓শূন্যপদের নাম: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-
1. অঙ্গনওয়ারী কর্মী ( Anganwari Worker)
2. অঙ্গনওয়ারী সহায়িকা ( Anganwari
Helper)
✓মোট পদের সংখ্যা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সর্বমোট 23,419
জন কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে অঙ্গনওয়ারী কর্মী পদে শূন্যপদ
রয়েছে 9453 টি এবং অঙ্গনওয়ারী সহায়িকা পদে শূন্যপদ রয়েছে 10,926
টি। তাই আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি হোক অথবা মাধ্যমিক পাস
দ্রুত আপনারা এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন
বয়স সীমা – অঙ্গনওয়াড়ি
কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বয়স
করতে হবে ১ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত।
✓নিয়োগের স্থান:পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের এই নিয়োগ
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রত্যেকটিতে করা হবে। তাই আপনাদের চিন্তার কোন
কারণ নেই আপনার জেলায় অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে।
বর্তমানে হুগলি জেলায় এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
✓প্রয়োজনীয় কাগজপত্র: রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ
করতে হলে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল-
১ জন্ম প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।
২.মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩.আবেদনকারীর আধার কার্ড,।
৪.জাতিগত সংসার পত্র, যদি থাকে।
৫.আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৬.আবেদনকারীর নিজের হাতের স্বাক্ষর।
পরীক্ষার সিলেবাস :
·
রচনা লিখুন ১৫০ শব্দের প্রশ্ন সংখ্যা 1 =15 marks.
·
ইংরেজি: প্রশ্ন সংখ্যা 15 = 15 Marks
·
সাধারণ জ্ঞান: প্রশ্ন সংখ্যা 20 = 20 Marks
·
জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত: প্রশ্ন সংখ্যা 15 = 15 Marks
·
পাটি গণিত : প্রশ্ন সংখ্যা 10 = 20 Marks
✓আবেদন পদ্ধতি: অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনারী সহায়িকার আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অফলাইনের
মাধ্যমে। আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে জেলা ভিত্তিক। তাই যখন আপনার
জেলায় এই আবেদন প্রকাশ শুরু হবে তখন আপনি সেই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
ব হয়েছে বাকি জেলার আবেদনের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখে অনলাইন অথবা
অফলাইনে আবেদন প্রক্রিয়ায় আপনার অংশগ্রহণ করুন।
✓আবেদনের তারিখ: সুত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই উত্তর 24 পরগণা জেলায় 1714 পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনারী
সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। এই নিয়োগের আপডেট বিস্তারিত
পেতে আমাদের নিয়মিত ফলো করুন। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলার আবেদন প্রক্রিয়ায়
শুরু হলে আমরা আপনাদের জানিয়ে দেব।
বয়স - আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ৬৪ বছরের মধ্যে হতে হবে তাহলেই আপনারা
আপার ডিভিশন ক্লার্ক পেতে আবেদন করতে পারবেন
বেতন- চাকরিপ্রার্থীদের যদি এই পথে চাকরি হয় তাহলে তাদের মাসিক 12000 টাকা করে বেতন দেয়া হবে।
যোগ্যতা - আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই এক বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ
করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে যা নির্দিষ্ট সময়ে এবং
নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে এবং এর আবেদন ফরমটি নিচে লিঙ্ক দেয়া
হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন
আবেদনের লাস্ট ডেট - আবেদনর লাস্ট ডেট ১৮ ডিসেম্বর ২০২৩ এর মধ্যেই আপনাদের আবেদন করতে হবে।
Website Link – Click Here
Notice Download Link – Click Here
Apply Now – Click Here
New Job – Click Here