Post Office Recruitment – আবার পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।

 


India Post Office Recruitment Notification Published.

সবচেয়ে বড়ো যে কথাটি তা হল নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরা ন্যুনতম মাধ্যমিক পাস (Madhyamik Pass) যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আশা করি এত ভালো একটা চাকরির সুযোগ কেউ হাত ছাড়া করতে চাইবেন না। তাই যদি আগ্রহী থাকেন, তো নীচে নিয়োগ (Post Office Recruitment 2024) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।


Post Office Recruitment Vacancy

ভারতীয় ডাক বিভাগ মাঝে মধ্যেই দেশ জুড়ে বা আঞ্চলিকভাবে ছোটো বড়ো নিয়োগ প্রক্রিয়া করে থাকে। এবারে যে কারণে বিজ্ঞপ্তি (Post Office Recruitment) বেরিয়েছে তা গ্ৰুপ ডি কর্মী নিয়োগের জন্য। Non Gazetted Driver পদে বেশ অনেকজন প্রার্থীকে নিয়োগ করা হবে। সাধারণ ওবিসি (OBC), এসসি (SC), এসটি (ST) দের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

Post Office Recruitment Apply Age

আবেদন করতে গেলে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে। বয়সসীমা হিসেব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ ধরে। আর এই কারণের জন্য সকলকে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে তবেই আবেদন করবেন, যার ফলে আপনাদের কোন অসুবিধা না হয়।

Post Office Recruitment Qualifications

  • এখানে আবেদনের জন্য কোন সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে (Post Office Recruitment).

  • চার চাকা জাতীয় গাড়ি চালানোর অভিজ্ঞতা ও পূর্ণ দক্ষতা থাকতে হবে।

  • প্রার্থীকে সম্পূর্ণ ভাবে শারীরিক ও মানসিক দিক থেকে সক্ষম হতে হবে।

Post Office Recruitment Apply Documents

১. নিজস্ব এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।
২. যে কোনো একটি ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড (Aadhaar Card) বা ভোটার কার্ড (Voter ID Card) বা পাসপোর্ট (Passport) বা ড্রাইভিং লাইসেন্স (Driving License) ইত্যাদি।
৩. মাধ্মিকের মার্কশিট ও সার্টিফিকেট।

৪. বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৫. কাস্ট সার্টিফিকেট (Caste Certificate).
৬. বয়সের প্রমাণ পত্র।
৭. কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ।

Post Office Recruitment Online Apply Process

এখানে আবেদন করতে হবে অফলাইনে। নিজে হাতে আবেদন পত্র পূরণ করে 2023 (See Prices)ছবি লাগিয়ে ও উপরের সব ডকুমেন্ট সহ জমা করে দিতে হবে ডাক বিভাগের নির্দিষ্ট ঠিকানায়। আবেদন মূল্য হিসেবে ১০০ টাকার একটি চেক বা ডিমান্ড ড্রাফ্টও সঙ্গে দিয়ে দিতে হবে। সংরক্ষিত আসনের Post Office Recruitment প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন মূল্য লাগবে না।


Post a Comment

Previous Post Next Post